বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মালাইকার ‘পয়জন বেবি’ গান দেখে আপত্তি ছেলের

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:১১

সংগৃহীত

সদ্য অন্তর্জালে মুক্তি পেয়েছে মালাইকা আরোরা অভিনীত আইটেম গান ‘পয়জন বেবি’, যা এখন ভাইরাল। ঝলমলে পারফরম্যান্স আর নজরকাড়া নাচে দর্শকদের মন জিতে নিয়েছেন মালাইকা। তবে, একজন ঘনিষ্ঠ দর্শকের কাছে নাকি গানে তার পারফরম্যান্স একেবারেই পছন্দ হয়নি—আর তিনি আর কেউ নন, মালাইকার ছেলে আরহান খান।

‎এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, ২২ বছর বয়সী আরহান গানটি দেখেই তাকে সোজাসাপটা বলে দিয়েছেন, "তুমি এ রকমভাবে নাচতে পারো না!"

‎ছেলের এমন মন্তব্যে প্রথমে একটু বিব্রত হলেও পরে হেসে বিষয়টি সামলে নেন অভিনেত্রী। জানান, আরহান এভাবেই মজা করে তাকে সমালোচনা করে থাকে।

‎‎তবে শুধু ‘পয়জন বেবি’ নয়, অতীতেও মালাইকার ব্যক্তিগত জীবন নিয়ে আরহান নানা মন্তব্য করেছে। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন সময়ে সমাজমাধ্যমে মালাইকাকে যেভাবে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল, সেটির প্রভাব পড়েছিল ছেলের উপরও। মায়ের সম্পর্কের কারণে বন্ধুদের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছিল আরহান।

‎তবে মা-ছেলের সম্পর্ক বেশ প্রাণবন্ত। মালাইকা জানিয়েছেন, আরহানও দুর্দান্ত নৃত্যশিল্পী, এবং বাড়িতে তারা প্রায়ই একসঙ্গে নাচ করেন। বিশেষ করে ‘মুন্নি বদনাম হুই’ গানে মা-ছেলের যুগলবন্দি জমে ওঠে!

‎নিজের গুণ আরহানের মধ্যেও দেখতে পেয়ে দারুণ গর্বিত মালাইকা, যদিও ছেলের রসবোধপূর্ণ সমালোচনাকে তিনি হালকাভাবে নিয়েই হাসিমুখে উড়িয়ে দিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top