বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা রকিব হাসান আর নেই

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

সংগৃহীত

জনপ্রিয় কিশোর থ্রিলার সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা, লেখক ও অনুবাদক রকিব হাসান আর নেই। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকালে রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

‎রকিব হাসানের বড় ছেলে রাহিদ হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতা ও দুই কিডনি বিকল হয়ে যাওয়ার কারণে লেখক নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন। আজ ডায়ালাইসিস চলাকালে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।

‎১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির সুবাদে তাঁর শৈশব কেটেছে ফেনীতে। পড়াশোনার পাশাপাশি লেখালেখির প্রতি ঝোঁক জন্মে তাঁর। প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে, তবে স্বনামে প্রকাশিত প্রথম অনুবাদগ্রন্থ ছিল ব্রাম স্টোকারের ‘ড্রাকুলা’।

‎কিশোরদের জন্য অনুবাদ ও মৌলিক গল্প লিখে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর সৃষ্ট ‘তিন গোয়েন্দা’ চরিত্র তিন দশকেরও বেশি সময় ধরে কিশোরদের প্রিয় সিরিজ হিসেবে জায়গা করে নিয়েছে।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, আজ এশার নামাজের পর তাঁর মরদেহ শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

‎বাংলা সাহিত্যের কিশোর পাঠকদের মাঝে এক বিশাল শূন্যতা তৈরি করে গেলেন রকিব হাসান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top