চলে গেলেন বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা নাসের তাঘভাই
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪৬

চলে গেলেন বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা নাসের তাঘভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ষাট ও সত্তরের দশকে ইরানি সিনেমায় নতুন ধারার সূচনা করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন একজন প্রভাবশালী ও প্রগতিশীল পরিচালক হিসেবে।
১৯৪১ সালে ইরানের আবাদানে জন্মগ্রহণ করেন তাঘভাই। তার পরিচালনায় আত্মপ্রকাশ ঘটে ‘ক্লেম ইন দ্য প্রেজেন্স অব আদারস’ সিনেমার মাধ্যমে। তবে আন্তর্জাতিক খ্যাতি পান জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘মাই আঙ্কেল নেপোলিয়ন’ পরিচালনার মাধ্যমে, যা এখনো ইরানসহ বিশ্বব্যাপী সমাদৃত।
তার নির্মিত চলচ্চিত্রগুলো ইরানি সমাজ, সংস্কৃতি ও রাজনীতির জটিলতা তুলে ধরেছে সূক্ষ্ম ও গভীর ভঙ্গিমায়। ‘ক্যাপ্টেন খোরশিদ’, ‘ওহ ইরান’, এবং ‘পেপার ইউদাউট লাইন্স’— এই ছবিগুলো শুধু দর্শক হৃদয়ে জায়গা করে নেয়নি, বরং সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। নাসের তাঘভাই ছিলেন এমন একজন নির্মাতা, যিনি সিনেমার ভাষাকে সাহসিকতা, মানবতা ও বাস্তবতার নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন। তার মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।
চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি চিরকাল বেঁচে থাকবেন তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।