'কিছুক্ষন' এ ফিরছেন সাবিলা নূর, চঞ্চল ও রাজ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:১৪

সফল ওয়েব সিরিজ ‘উৎসব’-এর পর এবার নতুন চমক নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। কিংবদন্তি সাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনয়শিল্পী শরীফুল রাজ ও সাবিলা নূর। এছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বহুমুখী অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
বর্তমানে চলছে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে আসছে ডিসেম্বরে শুরু হবে শুটিং। শুটিং হবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে, এবং পরবর্তীতে কিছু দৃশ্য ধারণ করা হতে পারে বিদেশেও।
সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ঈদুল ফিতর। দর্শকদের জন্য থাকছে একাধিক তারকা মুখ, হৃদয়ছোঁয়া গল্প এবং ভিন্নধর্মী নির্মাণশৈলী।
উল্লেখ্য, ‘কিছুক্ষণ’ উপন্যাসটি হুমায়ূন আহমেদের এক অনন্য সৃষ্টি, যেখানে সম্পর্ক, অনুভব ও জীবনের ক্ষণিক অভিজ্ঞতাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে নিখুঁতভাবে। পর্দায় এই গল্প কতটা জীবন্ত হয়ে ওঠে, সেটাই এখন দেখার অপেক্ষা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।