"মেধা নয়, সাফল্যের চাবিকাঠি হলো অদম্য ইচ্ছাশক্তি ও ধৈর্য": জয়া আহসান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১২:০০

দুই বাংলার জনপ্রিয় ও নন্দিত অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি অংশ নিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বাদশ পর্বে। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে নিজের অভিনয়জীবনের নানা অজানা অধ্যায় ও ব্যক্তিজীবনের মূল্যবোধ নিয়ে খোলামেলা কথা বলেন এই তারকা।
জয়ার মতে, “মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে।” নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “অনেক বছর ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের নির্দেশনায় আজকে হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।”
অনুষ্ঠানে অতীতপ্রেমী জয়ার ব্যক্তিত্বের প্রতিফলনও দেখা যায়। তিনি বলেন, “আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়, তা বর্তমান ও ভবিষ্যতের সঙ্গে সেতুবন্ধন তৈরি করে।” জানা যায়, তার বাড়িতে রয়েছে প্রায় ২০০ বছর পুরনো একটি আলমারি এবং সেই খাটটি এখনো সংরক্ষিত, যেখানে তার জন্ম হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং বা নেতিবাচক মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে তাদের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন মন্তব্য রেখে যাচ্ছেন। তারা হয়তো একদিন চলে যাবেন, কিন্তু কথাটা থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।”
এছাড়া, জয়া জানান, তার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ থেকে একাধিক চলচ্চিত্র নির্মাণাধীন রয়েছে, যা খুব শিগগিরই মুক্তি পাবে।
জেড আই ফয়সালের প্রযোজনায় তৈরি এই পডকাস্ট পর্বটি শনিবার, ১৮ অক্টোবর রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।