নতুন রেকর্ড গড়লেন দীপিকা পাড়ুকোন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ১৬:১২

বলিউডের সুপারস্টার দীপিকা পাড়ুকোন এবার নিজের সফল চলচ্চিত্র ক্যারিয়ার ছাড়িয়ে পা রাখলেন ডিজিটাল দুনিয়ার নতুন অধ্যায়ে। তিনি যুক্ত হয়েছেন প্রযুক্তি জায়ান্ট মেটার (Meta) কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) পরিষেবায় প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে।
এখন থেকে দীপিকার কণ্ঠ পাওয়া যাবে মেটার বিভিন্ন পণ্য ও সেবায়, যার মধ্যে রয়েছে ‘রে–বান মেটা স্মার্ট গ্লাসেস’। মেটা জানিয়েছে, ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ব্যবহারকারীরাও দীপিকার কণ্ঠে মেটা এআই–এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
দীপিকা নিজেই এই খবর জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে। সেখানে তাকে একটি রেকর্ডিং স্টুডিওতে মেটা এআই–এর জন্য ভয়েস রেকর্ড করতে দেখা যায়। ভিডিওতে তিনি বলেন,
"হাই, আমি দীপিকা পাড়ুকোন। আমি মেটা এআই–এর নতুন ভয়েস। শুধু রিং–এ ট্যাপ করুন, আর আমার কণ্ঠ শুনতে পাবেন।"
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন,
"ঠিক আছে, এটা সত্যিই বেশ কুল।"
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপিকা এখন মেটার গ্লোবাল ভয়েস লাইনআপে রয়েছেন, যেখানে আছেন বিখ্যাত হলিউড অভিনেত্রী জুডি ডেঞ্চ, অকওয়াফিনা, প্রমুখ।
মেটার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভারতীয় ব্যবহারকারীরা দীপিকার কণ্ঠে ইন্ডিয়ান ইংরেজিতে মেটা এআই–এর সঙ্গে কথা বলতে পারবেন। একই সঙ্গে হিন্দি ভাষায় সম্পূর্ণ এআই অভিজ্ঞতা এবং ইউপিআই লাইট পেমেন্ট সুবিধাও চালু করা হয়েছে।
তবে এখানেই শেষ নয়। সম্প্রতি দীপিকাকে ভারতের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসেবে নিযুক্ত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ইনস্টাগ্রামে দীপিকা বলেন,
“এই দায়িত্ব পেয়ে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি।”
বর্তমানে দীপিকা শাহরুখ খানের সঙ্গে তার ষষ্ঠ চলচ্চিত্র ‘কিং’–এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।