শাকিব খানের সিনেমার কল কে ফেইক কল মনে করেছিলেন ইধিকা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১২:৪৩

ঢাকাই মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’-তে এই জুটির রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইধিকা জানান, সিনেমাটির প্রস্তাব পাওয়ার প্রথম প্রতিক্রিয়াই ছিল অবিশ্বাস।
ইধিকা বলেন, ‘তখন আমি সিনেমা করার কথা ভাবছিলাম মাত্র। হঠাৎ করেই অফারটা আসে। শাকিব খানের নাম শুনলেও তার স্টারডম সম্পর্কে কোনো ধারণা ছিল না। প্রথমে মনে হয়েছিল, কেউ মজা করছে। পরে বুঝলাম, এটা সত্যি প্রস্তাব। আর এই সুযোগটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয় ছিল। বাংলাদেশে গিয়ে পরিবারের সদস্যের মতো ভালোবাসা পেয়েছি।’
‘প্রিয়তমা’ মুক্তির পর থেকেই ইধিকাকে ঘিরে গুঞ্জনের ঝড়। বিশেষ করে কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন উঠলেও, ইধিকা সাফ জানিয়ে দিয়েছেন— ‘এসব একদমই গুজব। এখন আমার অনেক কাজ করার আছে, আর আমি সেটাতেই মন দিতে চাই।’
ট্রোল ও গসিপ নিয়ে ইধিকার ভাবনা খুব পরিষ্কার। তার ভাষায়, ‘সাফল্যের সঙ্গে এসব আসবেই। সব সময় তো জীবন ভালো যাবে না। তাই এগুলোকে আমি স্বাভাবিকভাবে নেই। ভালো বা খারাপ, কোনো দিক থেকেই আমাকে তেমন প্রভাবিত করেনি। এখন আমার ফোকাস শুধুই কাজ।’
নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা কথা বলেন ইধিকা। জানালেন, ‘আমি এখন একদমই সিঙ্গেল!’
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।