শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

আবারও আলোচনায় নুসরাত-যশ দাশগুপ্ত

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:০৭

সংগৃহীত

অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান এবং তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত আবারও সামাজিক মাধ্যমে একসঙ্গে চর্চায়। সম্প্রতি নুসরাতের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে যশের মজার মন্তব্য নজর কেড়েছে নেটিজেনদের।

‎সকালবেলা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রিল ভিডিও শেয়ার করেন নুসরাত, যেখানে তাকে এক কাপ গরম চকোলেট হাতে নিয়ে চুমুক দিতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “জীবনে অনেক কিছু ঘটবে, কিন্তু চকোলেট সব ঠিক করে দেয়।” ভিডিওটি শেয়ার হওয়ার কিছুক্ষণ পর যশ মন্তব্য করেন, “আরও কিছু চাই নাকি?” যার উত্তরে লজ্জায় মুখ ঢাকা একটি ইমোজি দেন নুসরাত। এই খুনসুটিতে মজে গেছেন তাদের অনুরাগীরা।

‎উল্লেখ্য, কিছুদিন আগেই যশ-নুসরাতের সম্পর্কে দূরত্ব তৈরির গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও তাদের সাম্প্রতিক পোস্টগুলোতে সেই জল্পনাকে ভুল প্রমাণ করে আরও ঘনিষ্ঠ মুহূর্ত উঠে আসছে। এতে করে তাদের অনুরাগীরা আশাবাদী, সম্পর্ক আগের মতোই মজবুত রয়েছে।

‎বর্তমানে অভিনয় ও সংসার—দুই জীবনই দারুণভাবে সামলাচ্ছেন এই তারকা দম্পতি। নুসরাত বরাবরই নিজস্ব ঢঙে জীবন কাটাতে পছন্দ করেন। ব্যক্তিগত জীবনকে ক্যামেরার বাইরে রাখতে পছন্দ করলেও, মাঝেমধ্যে এমন মিষ্টি মুহূর্তই জানান দেয় তাদের রসায়নের গভীরতা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top