আবারও ঢাকা মাতাবেন পাকিস্তানি ব্যান্ড 'জাল'
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:২৪

বাংলাদেশি শ্রোতাদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর ঢাকায় মঞ্চ কাঁপানো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ আবারও আসছে ঢাকায়। আগামী কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা, যা হবে ব্যান্ডটির ঢাকায় তৃতীয় পারফরম্যান্স।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকায় আসার ইঙ্গিত দেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ। দুটি স্টোরির মাধ্যমে তিনি এই বার্তা শেয়ার করেন। প্রথম স্টোরিতে দেখা যায়, ঢাকার একটি চিত্রের ওপর লেখা— ‘ঢাকা, তোমরা প্রস্তুত?’। পরের স্টোরিতে ছিল বাংলাদেশের পতাকার আবহে এআই-নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গিটার হাতে মঞ্চে পারফর্ম করার ভঙ্গিতে গওহর মমতাজ। স্টোরির লেখায় উল্লেখ করা হয়— ‘ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শীঘ্রই।’
যদিও এখনো পর্যন্ত কনসার্টের আয়োজক কিংবা নির্ধারিত তারিখ ও ভেন্যু সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ঢাকার একটি আয়োজক প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, ব্যান্ডটি শিগগিরই পারফর্ম করতে আসছে। খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।
২০০২ সালে আতিফ আসলাম ও গওহর মমতাজের হাত ধরে যাত্রা শুরু করে ‘জাল’। তাদের প্রথম অ্যালবাম ‘আদাত’ ২০০৪ সালে মুক্তি পায় এবং রাতারাতি তুমুল জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে আতিফ আসলাম ব্যান্ড ত্যাগ করলেও গওহর মমতাজ নেতৃত্বে ব্যান্ডটি চালিয়ে যান। বর্তমানে ব্যান্ডের সদস্যরা হলেন— গওহর মমতাজ, আমির আজহার ও সালমান আলবার্ট।
বাংলাদেশে ‘জাল’ ব্যান্ডের একটি বিশাল শ্রোতাশ্রেণি রয়েছে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ব্যান্ডের কনসার্টের জন্য। এবারও সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।