শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

পরিণয়ের আগেই ভেঙে গেল টম ক্রুজ ও আনা ডি আরমাসের সম্পর্ক

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৭

সংগৃহীত

হলিউডের সবচেয়ে আলোচিত প্রেম কাহিনিগুলোর একটি এবার পরিণতির আগেই পরিসমাপ্তি পেল। অভিনেতা টম ক্রুজ ও কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের নয় মাসের সম্পর্কের অবসান ঘটেছে।

‎ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই জুটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে—টম ও আনার মধ্যে এখন আর কোনো রোমান্টিক সম্পর্ক নেই। ধীরে ধীরে কমে আসছিল একে অপরের প্রতি আকর্ষণ, আর অবশেষে তারা পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

‎প্রেমের শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের ভারমন্টে, যেখানে প্রথম একসঙ্গে হাত ধরে দেখা যায় তাদের। এরপর লন্ডন ও মাদ্রিদে একসঙ্গে ছুটি কাটানো, এমনকি টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইড—সবই উঠে এসেছিল আলোচনায়। গুঞ্জন ছিল, আনা ও টমের বিয়ে হতে পারে মহাকাশে, যা ছিল একেবারেই অভিনব এবং ‘স্পেস ওয়েডিং’ নামে পরিচিত।

‎‎তবে, সেই স্বপ্ন পূরণের আগেই ভালোবাসার ইতি টানলেন তারা।

‎সম্প্রতি তাদের একসঙ্গে অভিনয়ের কথা ছিল একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘ডিপার’-এ। যদিও সম্পর্ক ভেঙে যাওয়ায় এই প্রকল্পটি থেমে যাওয়ার জল্পনা ছড়িয়েছে, কিন্তু ঘনিষ্ঠ সূত্র বলছে—আনা নতুন সিনেমার কাজ শুরু করেছেন এবং ভবিষ্যতে পেশাগতভাবে একসঙ্গে কাজ করতে সমস্যা নেই তাদের।

‎প্রসঙ্গত, টম ক্রুজের জন্য এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে তিনি কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। আনার আগেও বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বেশ আলোচনা হয়েছিল, যা প্রায় দশ মাস স্থায়ী ছিল।

‎এই বিচ্ছেদের মাধ্যমে আবারও একা হয়ে গেলেন হলিউডের অ্যাকশন কিং টম ক্রুজ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top