শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

বিয়ের পর জীবন আরও সহজ এবং আনন্দময় হয়েছে:মেহজাবীন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:২৯

সংগৃহীত

জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন। দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কের সফল পরিণতি ঘটে এই বিয়ের মাধ্যমে। বর্তমানে তাদের বিবাহিত জীবনের আট মাস কেটে গেছে, এবং এ নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে অনুভূতি জানালেন এই অভিনেত্রী।

‎মেহজাবীন জানান, তাদের দাম্পত্য জীবন খুব ভালো কাটছে। বিয়ের পর জীবনে বড় কোনো পরিবর্তন না আসলেও একমাত্র পরিবর্তন হয়েছে থাকার জায়গা। তিনি বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, ঘুরছি। আদনান আগেও বন্ধু ছিলেন, এখনো বন্ধু হিসেবে আছেন। আমাদের ফ্রেন্ডশিপ এখনো অটুট।’

‎বিয়ের পর জীবন আরও সহজ এবং আনন্দময় হয়েছে বলেও মন্তব্য করেন মেহজাবীন। তার ভাষায়, ‘আগে কোনো কিছু করতে হলে আমি শুধু পরিবারকে বলতাম। এখন সাহায্যের জন্য আরও অনেকজন এসেছে। আমার ফ্যামিলি সাইজ বেড়ে গেছে, সবাই আমাকে ভালোবাসে, সাপোর্ট করে এবং আমার কাজ ও চাওয়া-পাওয়াগুলো খেয়াল রাখে। আমি খুবই ব্লেসড এবং হ্যাপি।’

‎ভালোবাসা ও বন্ধুত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই দাম্পত্য সম্পর্ককে মেহজাবীন চৌধুরী মনে করেন তার জীবনের আশীর্বাদ। তিনি তার নতুন জীবন নিয়ে স্বচ্ছন্দ এবং আনন্দিত বলে জানিয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top