বিয়ে করলেন বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:০৭

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাইরা ওয়াসিম নতুন জীবনে পা রাখলেন। ‘দঙ্গল’ সিনেমার মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে বলিউডে অভিষেক করা এই প্রতিভাবান অভিনেত্রী সম্প্রতি বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন।

‎ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, জাইরা বিয়ের কাবিননামায় সই করছেন, হাতে শোভাময় মেহেদি ও পান্নার আংটি। অপর এক ছবিতে নবদম্পতিকে দেখা যায় চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে। সেখানে জাইরার পরনে ছিল গাঢ় লাল রঙের সোনালি সূচিকর্মের দোপাট্টা, আর বর পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি।

‎পোস্টটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। যদিও তিনি স্বামীর পরিচয় প্রকাশ করেননি, অনেকেই মন্তব্যে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন এই অভিনেত্রীকে।

‎২০১৬ সালে আমির খানের সুপারহিট সিনেমা ‘দঙ্গল’-এ কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন জাইরা। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ ও ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।

‎তবে ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তির পরই বলিউড থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত সিদ্ধান্তের কারণ দেখিয়ে অভিনয় জগত ছাড়েন জাইরা ওয়াসিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যম থেকেও ছিলেন দূরে।

‎বিয়ের ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে এলেন তিনি, আর সঙ্গে দিলেন জীবনের এক নতুন অধ্যায়ের খবর।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top