শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

রেকর্ড ভাঙছে ‘কানতারা ১’, ৫০০ কোটির দোরগোড়ায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৬:২৩

সংগৃহীত

মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’। ছবিটি এখন দ্রুত এগিয়ে চলেছে ৫০০ কোটির ঐতিহাসিক মাইলফলকের দিকে।

শিল্প বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ছবিটি ভারতে আয় করেছে ৮.৮৭ কোটি রুপি। এতে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৪৮৫.৩২ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহান্তেই ছবিটি ৫০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলবে।

এটি আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। ছবিটি ইতিহাস, মিথ এবং লোকজ বিশ্বাসের শক্তিশালী মেলবন্ধনে তৈরি একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা। ঋষভ শেঠি এই সাফল্যকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন এবং কৃতজ্ঞতা জানাতে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

তবে সামনেই অপেক্ষা করছে বড় প্রতিদ্বন্দ্বিতা। আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন হরর কমেডি ছবি ‘থাম্মা’। দীপাবলির পরের সপ্তাহে বক্স অফিসে এই জমজমাট লড়াই দেখার জন্য মুখিয়ে আছে দর্শকেরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top