শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৫৬

সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খান আগামী ২ নভেম্বর পা রাখতে যাচ্ছেন জীবনের ৬০ বছরে। এই বিশেষ দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে শুরু হয়েছে নানা আয়োজন। তার ভক্তদের জন্য চমক হিসেবে পিভিআর-আইনক্স নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ—শাহরুখ খান চলচ্চিত্র উৎসব।

‎এই উৎসব শুরু হবে ৩১ অক্টোবর থেকে এবং চলবে সপ্তাহ দুয়েক। ভারতের ত্রিশটি শহরের ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের ক্যারিয়ারের সেরা কিছু সুপারহিট চলচ্চিত্র। এতে থাকছে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো কালজয়ী সিনেমা।

‎শুধু জনপ্রিয়তা নয়, চলতি বছরটি শাহরুখ খানের জন্য সাফল্যে ভরপুর। ৩৩ বছরের অভিনয় জীবনে এই বছরই তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন। ব্যক্তিগত জীবনেও এসেছে খুশির জোয়ার। মেয়ে সুহানা খান তার নতুন ছবি ‘কিং’–এ অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান গড়ার পথে পা রেখেছেন।

‎‎এতসব অর্জনের মাঝেই শাহরুখের এবারের জন্মদিন হয়ে উঠছে আরও বেশি অর্থবহ ও চলচ্চিত্রময়। কিং খানের প্রতি ভক্তদের ভালোবাসার প্রতিফলন দেখা যাবে এই উৎসবের প্রতিটি প্রেক্ষাগৃহে, যেখানে নতুন প্রজন্ম থেকে শুরু করে পুরোনো অনুরাগীরাও ফিরে পাবেন তাদের প্রিয় তারকার সোনালি সময়ের ঝলক।

‎শুধু একটি জন্মদিন নয়, এটি হতে চলেছে বলিউড ইতিহাসের অন্যতম বড় উদযাপন—শাহরুখ খানের নামে, তার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top