'আসলে আমাদের ডিভোর্স হয়নি':মাহিয়া মাহি
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৮:২৩

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি আবারও আলোচনায়—এইবার তার ব্যক্তিজীবনের একটি বিষয় ঘিরে। প্রায় দেড় বছর আগে তিনি জানিয়েছিলেন, রাজনীতিক ও ব্যবসায়ী স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। সেই সময় এই খবরে ভক্ত-অনুরাগীদের মাঝে হতাশা ও চমক তৈরি হয়। তবে এবার মাহির নতুন বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাহি জানিয়েছেন, তাদের আসলে ডিভোর্স হয়নি। তার ভাষায়, "আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।"
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই বিয়ে টিকে ছিল পাঁচ বছর। পরে, ২০২১ সালে তিনি বিয়ে করেন গাজীপুরের রাজনীতিক রাকিব সরকারকে। কিছুদিন পরেই দাম্পত্য সম্পর্কের টানাপড়েনের খবর দেন মাহি নিজেই। তখন বলেছিলেন, “আমরা দুজনই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখলাম চেষ্টায় ফল হচ্ছে না, তখন বন্ধুত্বটা রাখাটাই ভালো মনে হয়েছে। যেহেতু ও ফারিশের বাবা, তাই যোগাযোগ থাকে।”
তবে হঠাৎই মাহির পাল্টা বক্তব্যে ভক্তরা পড়ে গেছেন বিভ্রান্তিতে। এই পরিবর্তনের পেছনে ভিন্ন ব্যাখ্যাও দিচ্ছেন অনেকেই। অনেকে বলছেন, মাহি যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন নাগরিকত্ব বা অন্য সুবিধা পেতে কিছু ‘কৌশল’ অবলম্বন করছেন।
এদিকে, মাহির সঙ্গে রাকিব সরকারের একটি পুরোনো ছবি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে প্রশ্ন উঠলে মাহি বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি।
আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রকিব সরকার। আমরা ভালো আছি।”
তবে এখনও পর্যন্ত রাকিব সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তার অবস্থানও পরিষ্কার নয়। ফলে মাহির এ বক্তব্যকে কেন্দ্র করে ডিভোর্স ইস্যুতে তৈরি হয়েছে নতুন করে আলোচনা ও সংশয়।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।