শাহরুখ খানের মান্নাতে দীপাবলির আলো জ্বলবে না এবার
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

বলিউডে দীপাবলি মানেই এক রঙিন উৎসব, যার বড় অংশজুড়ে থাকে তারকাদের জমকালো পার্টি। আর শাহরুখ খানের বাড়ি 'মান্নাত'-এর দীপাবলি পার্টি তো বলিউডে ছিল এক আলাদা আকর্ষণ। তবে এবার সেই চেনা ছবি দেখা যাচ্ছে না। দীপাবলিতে 'মান্নাত' থাকবে নীরব, কারণ কোনো আয়োজনই রাখছেন না কিং খান।
শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় গণমাধ্যমকে। তিনি জানান, "এবার দীপাবলিতে মান্নাতে কোনো অনুষ্ঠান থাকছে না। শাহরুখ বর্তমানে তার নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।"
কোভিড-১৯ পরবর্তী সময়ে মান্নাতের দীপাবলি পার্টি অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছে। একসময় বলিউডের অন্যতম বড় উৎসব হয়ে উঠেছিল এই আয়োজন। দীপাবলির রাতে আলোয় আলোয় সেজে উঠত শাহরুখ-গৌরীর বাসভবন, আর সেখানে ভিড় করতেন তারকারা, পরিচালক, প্রযোজকসহ বলিউডের অনেক বিশিষ্টজন।
শেষবার মান্নাতে বড় পরিসরে দীপাবলি উদ্যাপিত হয়েছিল ২০২৪ সালে। সেই পার্টি একসঙ্গে উদ্যাপিত হয় শাহরুখ খানের জন্মদিনের সঙ্গেও। উপস্থিত ছিলেন প্রায় আড়াইশ অতিথি, যার মধ্যে ছিলেন বলিউডের প্রথম সারির তারকারা।
তবে এবারের ব্যতিক্রমের কারণ একটাই—চলচ্চিত্র নিয়ে শাহরুখ খানের ব্যস্ততা। তিনি বর্তমানে পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। ছবিতে প্রথমবারের মতো বাবার সঙ্গে অভিনয় করছেন শাহরুখের কন্যা সুহানা খান। এই চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৬ সালে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।