রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

আরিয়ান খানের পরিচালনার প্রশংসায় সালমান,শাহরুখের ব্যাঙ্গাত্মক উত্তর

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৩৭

সংগৃহীত

সৌদি আরবে একটি বিশেষ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন বলিউডের তিন সুপারস্টার—শাহরুখ খান, সালমান খান এবং আমির খান। বলিউডের এই তিন খানের এক মঞ্চে উপস্থিতি দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়ায়।

‎অনুষ্ঠানে নিজেদের অভিনয়জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সময় উঠে আসে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় নির্মিত নতুন ওয়েব সিরিজের প্রসঙ্গ। এসময় সালমান খান প্রকাশ্যে প্রশংসা করেন আরিয়ানের কাজের।

‎‎সালমান বলেন, “আরিয়ান নতুন একটি ওয়েব সিরিজ বানিয়েছে; এটা ওর প্রথম পরিচালনা। দারুণ কাজ করেছে ও। যদিও আরিয়ান ক্যামেরার পেছনে থাকতে চায়, আমি চাই ও সামনেও আসুক। আমার বিশ্বাস, যদি আরিয়ান তার বাবাকে ছাপিয়ে যায়, শাহরুখই সবচেয়ে বেশি খুশি হবে।”

‎জবাবে শাহরুখ খান হেসে বলেন, “যদি সালমনের ছেলে থাকত, আমিও চাইতাম সে সবচেয়ে বড় তারকা হোক। তবে সত্যি বলতে, এই প্রজন্ম ভিডিও এবং প্রযুক্তি সম্পর্কে অনেক সচেতন, যা আরিয়ানের কাজেও স্পষ্ট।”

‎প্রসঙ্গত, আরিয়ান খানের পরিচালনায় তৈরি এই ওয়েব সিরিজটি বলিউডের অন্দরমহলের নানা দিক তুলে ধরেছে। এতে নেপোটিজম থেকে শুরু করে বিতর্কিত কিছু বিষয়ও জায়গা পেয়েছে। সিরিজের এক দৃশ্যে সমীর ওয়াংখেড়ে ইস্যু নিয়েও ব্যঙ্গাত্মক সংলাপ ব্যবহার করা হয়, যা নিয়ে ওয়াংখেড়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন এবং সিরিজটি নিষিদ্ধের আবেদন জানান। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেন।‎

বলিউডের তারকাসন্তানদের মধ্যে পরিচালক হিসেবে আরিয়ানের আত্মপ্রকাশ ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। তার সাহসী উপস্থাপন এবং বাস্তবভিত্তিক গল্প বলার ধরণকে প্রশংসা করছেন অনেকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top