হলুদ শাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে জয়া আহসান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:৪৯

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ফের একবার মুগ্ধতা ছড়ালেন রঙিন শাড়িতে। রোববার সকালে নিজের ফেসবুক পেজে তিনটি কোলাজ ছবি শেয়ার করেন তিনি, যেখানে ধরা পড়ে তার অনন্য রূপ ও ফ্যাশন সেন্সের এক অপূর্ব রূপ।
ছবিগুলোতে দেখা যায়, জয়া পরেছেন একটি হলুদ রঙা শাড়ি, যাতে রয়েছে কালো ছাপার ছোঁয়া। কখনো হাস্যোজ্জ্বল, কখনো বা শান্ত এক্সপ্রেশনে তিনি নিজেকে মেলে ধরেছেন ক্যামেরার সামনে। তার এই লুক মুহূর্তেই মন কাড়ে ভক্তদের।
জয়ার এই পোস্টের নিচে মুগ্ধতায় ভরা একের পর এক মন্তব্য করছেন অনুরাগীরা। কেউ প্রশংসা করে লিখেছেন, “সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।” আরেকজন মন্তব্য করেছেন, “রঙিন শাড়িতে রূপের মায়া।” অনেকেই ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন নিজেদের ভালো লাগা।
জয়া আহসানের শাড়িপ্রেম নতুন নয়। কিছুদিন আগেই তিনি ধরা দিয়েছিলেন কৃষ্ণচূড়ার আবহে নকশাদার ড্রাই ব্লু শাড়িতে। এরও আগে ফুলের বাগানে রঙিন শাড়িতে তার আবির্ভাব ভক্তদের তাক লাগিয়ে দিয়েছিল।
তবে শুধু শাড়িই নয়, ওয়েস্টার্ন কিংবা ক্যাজুয়াল—সব ধরনের পোশাকেই নিজের স্বকীয়তা বজায় রেখে অনন্যতা প্রমাণ করে চলেছেন জয়া।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশনে জয়ার উপস্থিতি সব সময়ই আলোচনায় থাকে। বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও তার রুচিশীল ফ্যাশন সেন্স ও উপস্থিতি প্রশংসিত হয়ে আসছে বহুদিন ধরে।
পর্দার নন্দিত এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়েই নয়, ফ্যাশনেও হয়ে উঠেছেন দুই বাংলার স্টাইল আইকন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।