‘ও আন্টাভা’ গানটি ছিল নিজের সীমা পরীক্ষা করার চ্যালেঞ্জ:সামান্থা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৮

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নিজের ক্যারিয়ারের অন্যতম আলোচিত এবং সাহসী পারফরম্যান্স ‘ও আন্টাভা’ গানটি নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে খোলাখুলি কথা বলেছেন। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির এই আইটেম গানটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল, তবে গানটিতে অভিনয় করা মোটেও সহজ ছিল না বলে জানান অভিনেত্রী।
সামান্থা বলেন, “আমি গানটিতে নেচেছিলাম নিজেকে প্রমাণ করার জন্য। আমি কখনও নিজেকে আবেদনময়ী মনে করিনি। এমন চরিত্রে আমাকে কেউ নেবে, সেটাও ভাবিনি। এই গানটি ছিল আমার নিজের সীমা পরীক্ষা করার একটি বড় সুযোগ।”
অভিনেত্রী আরও জানান, গানটির শুটিং ছিল তার জীবনের অন্যতম কঠিন অভিজ্ঞতা। প্রথম শটের সময় ভয়ে কাঁপছিলেন তিনি। কারণ, এ ধরনের গ্ল্যামারাস চরিত্রে কাজ করার পূর্ব অভিজ্ঞতা তার ছিল না। তবুও সাহস করে অংশ নিয়েছিলেন, শুধুমাত্র নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য।
সামান্থার ভাষায়, “আমি দীর্ঘদিন ধরে ভাবতাম, আমি যথেষ্ট ভালো না, দেখতে সুন্দর না, অন্য মেয়েদের মতো আত্মবিশ্বাসী না। তাই এই পারফরম্যান্স ছিল নিজেকে প্রমাণের এক লড়াই।”
তিনি আরও বলেন, জীবনে ও ক্যারিয়ারে প্রতিনিয়ত সাফল্য পেতে হলে নিজেকে অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখে ঠেলে দিতেই হয়। কারণ, “নিজেকে চ্যালেঞ্জ না করলে কখনই প্রকৃত উন্নতি সম্ভব নয়।”
সামান্থার এমন সাহসী স্বীকারোক্তি ও মানসিক শক্তির গল্প অনুপ্রেরণা জোগাচ্ছে অসংখ্য ভক্তদের, বিশেষত তাদের যারা নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন। ‘ও আন্টাভা’ গানটি শুধুমাত্র একটি পারফরম্যান্স নয়, এটি ছিল একজন অভিনেত্রীর আত্মপ্রতিষ্ঠার লড়াইয়ের প্রতিচ্ছবি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।