পূর্ণিমার আক্ষেপ— ‘আপন মানুষই বিষধর সাপ’

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:২৯

সংগৃহীত

নতুন কোনো সিনেমা নেই, নেই নাটকের অভিনয়ও। তবুও আলোচনার কেন্দ্রে থাকেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট ঘিরে তৈরি হয় ভক্তদের উচ্ছ্বাস। রোববার (১৯ অক্টোবর) ফেসবুকে প্রকাশিত একটি আবেগঘন স্ট্যাটাসে নিজের হতাশা আর আক্ষেপের কথা জানিয়ে ফের শিরোনামে এলেন তিনি।

‎পূর্ণিমা লিখেছেন—

‎“যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।”

‎তিনি আরও লেখেন—

‎‎“যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।”

‎পূর্ণিমার স্ট্যাটাসের শেষ লাইনটিই যেন সবচেয়ে বেশি নাড়া দিয়েছে ভক্তদের হৃদয়কে। সেখানে তিনি লেখেন,“মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।”

‎তার এই রূপকভাষায় ভরা কাব্যিক স্ট্যাটাসে একদিকে যেমন উঠে এসেছে জীবনের অভিজ্ঞতা ও বেদনা, তেমনি অন্যদিকে প্রকাশ পেয়েছে আত্মসম্মানবোধ ও আত্মবিশ্বাস। পূর্ণিমার এমন খোলা মনোভাব অনেক অনুরাগীকেই করেছে আবেগাপ্লুত। স্ট্যাটাসের নিচে মন্তব্যের বন্যা বয়ে গেছে— কেউ তাকে সাহস যুগিয়েছেন, কেউবা পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

বর্তমানে চলচ্চিত্র বা নাটকে সরাসরি কাজ না করলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি এবং ব্যক্তিত্ব যেন দর্শকদের মন জয় করেই চলেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top