কিলার চরিত্রে পাওলি দাম
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৭:৫৩

নতুন রূপে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। জি-ফাইভ বাংলার আসন্ন ওয়েব সিরিজ ‘গণশত্রু’-তে তাকে দেখা যাবে রহস্যময় চরিত্র ‘ত্রৈলোক্য দেবী’-র ভূমিকায়। গত শনিবার সিরিজটির ট্রেলার ও ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকেই এটি আলোচনায় উঠে এসেছে।
ট্রেলারে গা ছমছমে এক আবহে পাওলির তীক্ষ্ণ চাহনি ও রহস্যময় অভিব্যক্তি ইতিমধ্যেই দর্শকদের মনে কৌতূহল সৃষ্টি করেছে। সিরিজটি পরিচালনা করেছেন শমীক রায়চৌধুরী। পাঁচটি বাস্তব অপরাধ কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘গণশত্রু’।
সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশে রয়েছে ভারতের প্রথম নারী সিরিয়াল কিলার ত্রৈলোক্য দেবী-র গল্প। ব্রাহ্মণ বিধবা থেকে একাধিক খুনের ঘটনার সঙ্গে যুক্ত এই ঐতিহাসিক চরিত্রের বিবরণ পাওয়া যায় প্রিয়নাথ মুখার্জির লেখায়। সমাজের অবমাননার শিকার হয়ে কীভাবে ত্রৈলোক্য এক ভয়ঙ্কর খুনিতে রূপ নেন, সেটিই ফুটে উঠবে পাওলি দামের অভিনয়ে।
এছাড়াও সিরিজটিতে কলকাতার ইতিহাসখ্যাত কুখ্যাত অপরাধীদের জীবনের গল্পও তুলে ধরা হয়েছে। যাদের মধ্যে রয়েছেন হুব্বা শ্যামল, সজল বারুই, রশিদ খান ও চেন ম্যান। এই চরিত্রগুলোতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, আয়ুশ দাস, সুব্রত দত্ত ও দেবপ্রিয় মুখার্জি।
জি-ফাইভ বাংলায় ‘গণশত্রু’ মুক্তি পাবে আগামী ৩১ অক্টোবর।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।