পুত্রসন্তানের মা হলেন পরিণীতি চোপড়া

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:২৬

সংগৃহীত

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডা, অবশেষে তাদের জীবনের অন্যতম আনন্দঘন মুহূর্তে পৌঁছেছেন। ১৯ অক্টোবর (২০২৫), দিল্লির একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান—একটি পুত্রসন্তান। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

‎সন্তানের জন্মের পরই এক যৌথ বিবৃতিতে পরিণীতি ও রাঘব সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুশির খবরটি শেয়ার করেছেন। তারা লিখেছেন, “অবশেষে এসে গিয়েছে—আমাদের পুত্রসন্তান!”

‎সূত্রে জানা গেছে, আজ সকালেই পরিণীতিকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং দুপুর গড়াতেই 

‎খুশির সংবাদটি প্রকাশ করেন এই দম্পতি। আপাতত পরিণীতি দিল্লিতেই অবস্থান করবেন, যেখানে রাঘব চাড্ডার কর্মস্থলও অবস্থিত।

‎‎প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে প্রথম সন্তানের আগমনের ঘোষণা দেন পরিণীতি ও রাঘব। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ে করেন তারা। বিয়ের পর থেকেই অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন পরিণীতি। 

‎নবজাতকের আগমনে বলিউডে এবং রাজনৈতিক অঙ্গনে খুশির আমেজ বইছে। শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top