জন্মদিনে সুখবর দিলেন বলিউড অভিনেতা সানি দেওল
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৩:১৫

বলিউডের অ্যাকশন তারকা সানি দেওল তার জন্মদিনে ভক্তদের দিলেন এক দারুণ উপহার। ১৯ অক্টোবর নিজের জন্মদিনে তিনি ঘোষণা করলেন তার পরবর্তী সিনেমার নাম—‘গাবরু’। এই ছবির প্রথম পোস্টার শেয়ার করে অভিনেতা জানালেন, এটি হবে সাহস, বিবেক ও সহানুভূতির এক গল্প।
সামাজিক মাধ্যমে ‘গাবরু’র পোস্টার প্রকাশ করে সানি লেখেন,
“ক্ষমতা দেখানো নয়, কাজ করে প্রমাণ করার বিষয়। আপনাদের সবার ভালোবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ। যারা অপেক্ষা করছিলেন, তাদের জন্য এটি দিলাম। ‘গাবরু’ মুক্তি পাচ্ছে ১৩ মার্চ ২০২৬। সাহস, বিবেক ও সহানুভূতির এক গল্প—আমার হৃদয়ের গভীর থেকে এই পৃথিবীর জন্য।”
এই ঘোষণার পরই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, কেউবা আবার ‘গাবরু’-র জন্য অপেক্ষার উত্তেজনা প্রকাশ করেছেন। এক ভক্ত লেখেন, “শুভ জন্মদিন আমার অনুপ্রেরণা।” আরেকজন বলেন, “আপনার জন্মদিনে এমন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।”
‘গাবরু’ সিনেমায় সানি দেওলের সঙ্গে অভিনয় করছেন সিমরান বাগা ও প্রীত কামানি। ছবিটি উপস্থাপন করছে ওম ছাঙগানি ও এচেলন, এবং এর রচনা ও পরিচালনায় আছেন শশাঙ্ক উদাপুরকর।
সংগীতে থাকছেন জনপ্রিয় সুরকার মিথুন, সতীন্দ্র সরতাজ, এবং অনুরাগ সাইকিয়া। ছবির গানের কথা লিখেছেন বর্ষীয়ান গীতিকার সাঈদ কাদরি।
সানি দেওলের ‘গাদার ২’-এর পর এবার ‘গাবরু’ নিয়ে শুরু হলো নতুন উত্তেজনা। ২০২৬ সালের ১৩ মার্চ ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।