সড়ক দুর্ঘটনায় নিহত পাকিস্তানের জনপ্রিয় মডেল ও টিকটক ইনফ্লুয়েন্সার রোমাইসা সাঈদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৩:১৭

পাকিস্তানের ফয়সালাবাদে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় মডেল ও টিকটক ইনফ্লুয়েন্সার রোমাইসা সাঈদ। তার আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পাকিস্তানের বিনোদন অঙ্গনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোমাইসা দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার জানায়, রোমাইসার জানাজা ফয়সালাবাদে সম্পন্ন করা হয় এবং ননকানা সাহিবের স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
রোমাইসা পাকিস্তানের নতুন প্রজন্মের উদীয়মান ফ্যাশন মডেলদের মধ্যে অন্যতম ছিলেন। র্যাম্পে তার আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইল দ্রুতই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। এছাড়া টিকটক ও ইনস্টাগ্রামে তার বিপুল সংখ্যক অনুসারী ছিলেন, যারা তার ছোট ভিডিও ও লাইফস্টাইল কনটেন্টকে অত্যন্ত পছন্দ করতেন।
অনেক সহকর্মী ও অনলাইন ভক্ত তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন, রোমাইসা প্রতিশ্রুতিশীল একজন তরুণী ছিলেন, যিনি আরও অনেক দূর যেতে পারতেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।