সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ওরা আমার পেটে লাথি মেরেছে,লজ্জা হওয়া উচিত: রাখি সাওয়ান্ত

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৩:২৭

সংগৃহীত

বলিউডে ‘আইটেম গান’ নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এবার এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দুই ভিন্ন ধারার তারকা—দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং বলিউডের চিরবিতর্কিত তারকা রাখি সাওয়ান্ত।

‎সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ একটি আইটেম গানে পারফর্ম করেন তামান্না। দর্শকদের মাঝে গানটি বেশ আলোচনায় আসলেও, বিষয়টি নিয়ে সরব হয়েছেন রাখি। তার দাবি, তাদের সময়ে আইটেম গানে ছিল এক অন্যরকম ‘মাদকতা’, যা এখনকার পারফরম্যান্সে নেই।

‎রাখি সাওয়ান্ত সোজাসাপ্টা ভাষায় বলেন:

‎“আমাদের দেখে দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখেছে। আগে এরা নায়িকা হতে চাইত। এখন সেই সময় চলে গেছে। এখন তারা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করেছে। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম গার্ল তো আমি, এবার আমি হব নায়িকা!"

‎তামান্না ভাটিয়া এর আগেও আইটেম নম্বরে নিজের জায়গা পাকা করেছেন—বিশেষ করে ‘আজ কি রাত’ ও ‘কাবালা’ গান দুটিতে তার পারফরম্যান্স দর্শকমহলে প্রশংসিত হয়েছিল। ‘আজ কি রাত’ গানে তিনি প্রচলিত সৌন্দর্যের ধারণা ভেঙে নিজস্ব স্টাইলে মঞ্চ মাতান।

‎বর্তমানে শুধু তামান্নাই নয়, নোরা ফাতেহি, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর এমনকি রাশমিকা মন্দানার মতো অভিনেত্রীদেরও আইটেম গানে পারফরম্যান্স নিয়ে বলিউড সরগরম। সম্প্রতি ‘থাম্মা’ সিনেমার একটি গানেও রাশমিকার নাচ নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা।

‎রাখির বক্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে দ্বিমত। কেউ বলছেন, রাখির সময় এখন অতীত, আবার কেউ একমত যে বলিউডে আইটেম গানের আসল চেহারা তিনিই গড়েছেন।

‎এই মন্তব্যের পর তামান্নার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া না এলেও, বলিউডে ‘আইটেম কুইন’ নিয়ে নতুন এক বিতর্ক যেন শুরু হয়ে গেছে—তামান্না বনাম রাখি সাওয়ান্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top