সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

“ভুল করি, হোঁচট খাই, তবুও এগিয়ে চলি”:সামান্থা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৩:৩৭

সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবার নিজের জীবনের না-বলা গল্প শোনালেন এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এর মঞ্চে। সাফল্যের আড়ালে থাকা তার লড়াই, ব্যথা আর আত্মঅনুসন্ধানের কথা অকপটে তুলে ধরলেন তিনি।

‎সামান্থা জানান, জীবনের প্রতিটি পর্যায়ে তিনি চেষ্টা করেছেন "বাস্তব" থাকতে। তিনি বলেন, “আমি সব সময় চেষ্টা করেছি নিজের প্রতি সৎ থাকতে। আমার মায়োসাইটিস রোগের খবর আমি নিজেই জানিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম মানুষ সত্যিটা জানুক।”

‎তবে বাস্তব থাকা সব সময় সহজ ছিল না বলেই জানান তিনি। বিশেষ করে সাবেক স্বামী নাগা চৈতন্যের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ তাকে এক কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করায়। সামান্থা বলেন, “আমার জীবনের যাঁরা অনুসারী, তারা জানেন—আমার বিচ্ছেদ, আমার অসুস্থতা—সবই প্রকাশ্যে এসেছে। আর সেই খোলামেলা আলোচনাই আমার জীবনে এনেছে প্রচুর ট্রোলিং, সমালোচনা। আমি হয়তো দুর্বল হয়েছিলাম, কিন্তু কখনো ভেঙে পড়িনি।”

‎এই অভিনেত্রী আরও বলেন, “আমি নিখুঁত নই। আমি ভুল করি, হোঁচট খাই; কিন্তু আমি চেষ্টা করছি আরও ভালো মানুষ হতে।” এখন শুধু অভিনয় নয়, নিজের জীবনের অভিজ্ঞতাও মানুষের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি, যেন তা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়।

‎সবশেষে সামান্থা বলেন, “যদি আমার গল্প শুনে কেউ সাহস পায়, তবে সেটাই আমার সাফল্য।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top