সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

“আমি পালিয়ে যাইনি, ফিরেছি দেশের টানেই”:বাপ্পি চৌধুরী

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৫:১৮

সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী গেল মাসে যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন—‘বাপ্পী নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন’। এমন আলোচনার পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেতা নিজেই।

‎এক সাক্ষাৎকারে বাপ্পী বলেন, “আমি নিজেও দেখেছি, অনেক জায়গায় খবর এসেছে যে বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়। আমি পালিয়ে যাইনি।”

‎তিনি স্পষ্টভাবে জানান, যুক্তরাষ্ট্র সফর ছিল সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে। “ব্যবসায়িক কাজে গিয়েছিলাম সেখানে। কয়েকজন বায়ারের সঙ্গে মিটিং ছিল। পাশাপাশি চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে,” বলেন বাপ্পী।

‎তিনি আরও জানান, এই সফর ছিল কাজ এবং অবসর একসঙ্গে কাটানোর সুযোগ। “অনেক দিন হয় বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না, এ জন্য এই সুযোগে একটু ঘুরেও এলাম,” বলেন তিনি।

‎‎‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’—এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে বাপ্পী বলেন, “অনেকে বলছেন, বাপ্পীর সিনেমায় কাজ নেই, এ জন্য বিদেশে চলে গেছেন। আমি সেসব মানুষকে বলতে চাই, সিনেমার কাজ ছাড়াও বাপ্পী চলতে পারে।”

‎স্থায়ীভাবে বিদেশে বসবাসের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। “আমি হোমসিক মানুষ, পরিবার ছাড়া থাকতে পারি না,”—এমন আন্তরিক স্বীকারোক্তি দেন বাপ্পী চৌধুরী।

‎‎প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন এই অভিনেতা। যুক্তরাষ্ট্র সফর নিয়ে তৈরি হওয়া সকল গুঞ্জনে অবসান ঘটিয়ে তিনি আবারও জানালেন, “আমি পালিয়ে যাইনি, ফিরেছি দেশের টানেই।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top