সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

জোভানের কলেজছাত্র চরিত্রে এটাই শেষ অভিনয়

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৬:০৪

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান তার দীর্ঘ অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন। এক সময় প্রায় নিয়মিতভাবেই কলেজছাত্র চরিত্রে দেখা যেত তাকে। তবে এবার এ ধরনের চরিত্র থেকে বিদায় নিচ্ছেন তিনি।

‎প্রায় ১২ বছর পর নতুন একটি নাটকে কলেজছাত্র চরিত্রে অভিনয় করেছেন জোভান, নাম ‘কলেজ ডেজ’। আর এটিই হতে যাচ্ছে এই চরিত্রে তার শেষ কাজ।

‎এ বিষয়ে জোভান বলেন, ‘আমার বয়স এখন ৩৩। বয়স বাড়ছে, সেটা আমাকেই মনে করিয়ে দিচ্ছে—এখন আর কলেজছাত্রের চরিত্রে অভিনয়ের সময় নয়। ভাবলাম, যেমন ক্রিকেটাররা অবসর নেয়,আমরাও তেমনি একেকটা চরিত্র থেকে অবসর নিতে পারি। এ ভাবনা থেকেই সিদ্ধান্ত নিয়েছি, কলেজ ডেজ-ই হবে কলেজছাত্র হিসেবে আমার শেষ অভিনয়।’

‎দীর্ঘদিন পর আবারও টিনএজ লুকে ফিরতে গিয়ে বেশ প্রস্তুতি নিতে হয়েছে তাকে। নিয়মিত জিম করা, ওজন কমানো, খাদ্যাভ্যাসে পরিবর্তন—সবই করেছেন চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে।

‎জোভান বলেন, ‘দীর্ঘ বিরতির পর এমন চরিত্রে মানিয়ে নিতে পারব কি না, তা নিয়ে চিন্তা ছিল। সকালে উঠে নিয়মিত জিম করতে হয়েছে, ওজন কমাতে খাদ্যাভ্যাস বদলাতে হয়েছে। এমনও হয়েছে—জিম থেকে সরাসরি শুটিংয়ে গেছি।’নাটকটির জন্য প্রায় চার-পাঁচ কেজি ওজন কমিয়েছেন তিনি। চরিত্র অনুযায়ী লুক পরিবর্তনের প্রয়োজন পড়ায় শুটিংয়ে বিরতিও নিতে হয়েছে।

‎প্রবীর রায় চৌধুরীর পরিচালনায় নির্মিত ‘কলেজ ডেজ’ নাটকটিতে জোভানের সঙ্গে আরও অভিনয় করেছেন ফারিয়া শাহরিন, সাদিয়া আয়মান, জোনায়েদ বোগদাদী, কিংকর আহসান ও আহমেদ দস্তগীর প্রমুখ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top