প্রবল সমালোচনার মুখে সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৯:১৩

চলতি বছর বলিউডে পা রেখেছেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান। প্রথম ছবি ‘নাদানিয়া’ দিয়ে অভিনয়জগতে আত্মপ্রকাশ করলেও, সাফল্যের মুখ দেখতে পারেননি তিনি। বরং প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ইব্রাহিম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিম অকপটে স্বীকার করেছেন, ‘‘সিনেমাটা সত্যিই খারাপ ছিল।’’ শুধু তাই নয়, তিনি বলেন, ‘‘কিছুদিন আগেও সকলে আমার অভিষেকের অপেক্ষায় ছিলেন। কিন্তু ‘নাদানিয়া’ মুক্তির পর সেই উত্তেজনা একেবারে তলানিতে গিয়ে ঠেকল। অনবরত ট্রল করা হলো আমাকে। ‘ওর দ্বারা সম্ভব নয়’, এই কথাটা বারবার শুনতে শুনতে খুব কষ্ট হতো।’’
সমালোচনার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম বলেন, ‘‘ট্রোল যেন একটা ট্রেন্ড হয়ে উঠেছিল। অনেকেই সিনেমা না দেখেই ট্রলিংয়ে যোগ দিয়েছিলেন। এটা অপ্রত্যাশিত।’’
উল্লেখ্য, বলিউডে ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ বিতর্ক অনেক পুরনো। তারকা সন্তানদের ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় তোলা যেন নিয়মে পরিণত হয়েছে। ইব্রাহিমও ব্যতিক্রম নন। তাঁর প্রথম ছবি ‘নাদানিয়া’-তে অভিনয় ও অভিব্যক্তি নিয়ে ব্যাপক ট্রলের শিকার হন তিনি।
তবে সমালোচকদের জন্য এক বার্তা রেখেছেন ইব্রাহিম। বলেন, ‘‘ভবিষ্যতে আমি যদি ব্লকবাস্টার ছবি উপহার দিই, তাহলেও একই পরিমাণ উন্মাদনা চাই আমি।’’
শৌনা গৌতম পরিচালিত ‘নাদানিয়া’ ছবিতে ইব্রাহিমের বিপরীতে ছিলেন খুশি কাপুর। প্রযোজনায় ছিলেন করণ জোহর। ‘নাদানিয়া’-র পরে ইব্রাহিমকে কাজল ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘সরজমিন’ ছবিতে দেখা গেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।