সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সিনেমা থেকে বাদ পরলেন ফেরদৌস

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১৯:১৯

সংগৃহীত

২০১৮ সালে শুটিং শুরু হলেও নানা বাধা ও জটিলতায় থেমে যায় সিনেমাটির কাজ। সাত বছর পর নতুন উদ্যোগে আবারও শুটিং শুরু হতে চলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবননির্ভর সিনেমা ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। তবে থাকছেন না শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করা জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

‎সিনেমাটির পরিচালক আরিফুর জামান আরিফ জানান, ফেরদৌস এখন রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন ধরেই সিনেমার কাজ থেকে দূরে। বহুবার শিডিউল চাওয়ার পরও তা মেলেনি। ফলে বাধ্য হয়েই নতুন অভিনেতা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‎তিনি বলেন, "ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তাঁর সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি। তাই তাঁর জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করছি।"

‎প্রথম দিকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফেরদৌস ও সাদিকা পারভীন পপি। দেবদাস ও পার্বতীর চরিত্রে মাত্র দুদিন কাজ করেই থেমে যায় শুটিং।

‎পরিচালক জানান, পপির সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে। তিনি সময় দিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে তাঁকে রাখার চেষ্টা চলছে।

‎আশাবাদ ব্যক্ত করে নির্মাতা বলেন, "অনেক আশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। নানা কারণে এখনো শেষ করতে পারিনি। তবে বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে আবার শুটিং শুরু করবো। আশা করছি, এবার ভালোভাবে শেষ করতে পারব।"



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top