মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

অসদাচরণের অভিযোগ অস্বীকার করলেন উপস্থাপিকা সমৃদ্ধি।

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৪:০১

সংগৃহীত

উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুমের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তাকে 'আয়না' পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন। ২০ অক্টোবর (সোমবার) টেলিভিশন চ্যানেলটি তাদের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

‎তবে এ অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন সমৃদ্ধি। তিনি আগেই নিজের অবস্থান পরিষ্কার করে ২৩ আগস্ট একটি ফেসবুক পোস্টে জানান, তিনি একটি বিনোদনধর্মী অনুষ্ঠানে চুক্তিবদ্ধ হয়েছিলেন, কিন্তু চুক্তির সময় অনুষ্ঠানটির শিরোনাম তাকে জানানো হয়নি।

‎পোস্টে তিনি লেখেন, “শুটিংয়ের দিন আমি সেটে গিয়ে জানতে পারি এই প্রোগ্রামের নাম ‘আয়নাঘর’। শব্দটা শুনে আমি চমকে উঠি! কারণ এই ‘আয়নাঘর’ নামক টর্চার সেলেই বাংলাদেশের শত শত গুমের ঘটনা ঘটেছে। গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসে কষ্টের কথা বলেছেন। এমন একটি স্পর্শকাতর শব্দ ব্যবহার করে বিনোদনমূলক অনুষ্ঠানের নামকরণ অনুচিত বলে আমি মনে করি।”

‎তিনি জানান, নাম পরিবর্তনের অনুরোধ সত্ত্বেও কর্তৃপক্ষ শুটিং চালিয়ে যায়। পরবর্তীতে প্রোমো প্রকাশের পরও তিনি আবারও নাম পরিবর্তনের অনুরোধ করেন এবং আশ্বাস পান, তবে কার্যকর কোনও পরিবর্তন হয়নি।

‎সমৃদ্ধির পোস্টে একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে তার ছবির ওপর লাল রঙে বড় “X” চিহ্ন আঁকা এবং পেছনে লেখা ‘আয়নাঘর’। এই প্রতীক দিয়ে তিনি বুঝিয়ে দেন, এই শিরোনামের সঙ্গে তিনি একমত নন এবং ভবিষ্যতেও এমন কোনো অনুষ্ঠানে যুক্ত হবেন না।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top