পরীমণির জন্মদিনের আগেই সারপ্রাইজ উদযাপন, কেক কাটলেন অর্কের সঙ্গে
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৭:৩৪

ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রতি বছরই বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপন করেন নিজের জন্মদিন। তবে এবার তিনি দেশের বাইরে থাকবেন বলে জন্মদিনের আগেই শুরু হয়ে গেছে উদযাপন।
গতকাল রাতে তার ঘনিষ্ঠ মেকআপ আর্টিস্ট অর্ক দিয়েছেন পরীমণিকে জন্মদিনের প্রথম সারপ্রাইজ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে পরীমণি জানিয়েছেন, এবার ২৪ অক্টোবর তার জন্মদিন হলেও, অর্ক আগেভাগেই তাকে কেক কেটে চমকে দিয়েছেন।
পরীমণি লেখেন, "২৪ অক্টোবর আমার বার্থ ডে। গতকাল রাতেই সেলিব্রেট করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।"
পোস্টটিতে অর্কের সঙ্গে তার সম্পর্কের ঘনিষ্ঠতার কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে তাদের মধ্যে খাবার আদান-প্রদানের বিষয়টি ভক্তদের নজর কেড়েছে। অনেকেই এই আয়োজনকে বন্ধুত্ব আর ভালোবাসার এক আন্তরিক উদাহরণ হিসেবে দেখছেন।
প্রসঙ্গত, পরীমণি প্রায়ই তার ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন, যা তার ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। জন্মদিনের আগেই এই বিশেষ আয়োজনও ইতোমধ্যে তার অনুরাগীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।