মা-বাবার বিবাহবার্ষিকীতে আবেগঘন বার্তা দিলেন নুসরাত ফারিয়া
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ১৭:৩৮

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া শুধু বড় পর্দায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান জনপ্রিয়। ভক্তদের সঙ্গে জীবনের নানা মুহূর্ত শেয়ার করে থাকেন তিনি। সম্প্রতি নিজের মা-বাবার একটি ছবি পোস্ট করে দিয়েছেন এক আবেগময় বার্তা, যা ইতোমধ্যে অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে।
পোস্টটিতে ফারিয়া জানান, তার মা-বাবা একসঙ্গে কাটিয়েছেন ৩৭ বছরের দাম্পত্য জীবন। এই দীর্ঘ পথচলায় ভালোবাসা, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা পেয়েছেন তিনি। ফারিয়া লেখেন,
“আম্মু-আব্বু, তোমরা এমন এক ভালোবাসার উদাহরণ তৈরি করেছো, যা ভাঙা তো দূরের কথা, স্পর্শ করাও কঠিন। ৩৭ বছরের একসাথে পথচলা, যত ঝড়-ঝাপটাই আসুক, তোমাদের বন্ধন আজও ততটাই মজবুত।”
এরপর তিনি নিজের জীবনে মা-বাবার প্রভাবের কথা উল্লেখ করে যোগ করেন,
“তোমরাই শিখিয়েছো ভালোবাসা মানে ধৈর্য, ত্যাগ আর একে অপরের পাশে থাকা। তোমরাই আমার জীবনের সবচেয়ে সুন্দর উদাহরণ।”
ফারিয়ার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য অনুরাগী তার মা-বাবার প্রতি শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন। তারকাদের ব্যক্তিগত জীবনের এমন ভালোবাসাময় দিক ভক্তদের কাছে সবসময়ই বিশেষ আগ্রহের বিষয় হয়ে ওঠে।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া শুধু চলচ্চিত্রে নয়, গায়কী ও উপস্থাপনাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। কাজের ব্যস্ততার মাঝেও পরিবারকে গুরুত্ব দেওয়ার এই প্রকাশ অনুরাগীদের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।