বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নতুন লুকে চমকে দিলেন নুসরাত ফারিয়া

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৬:০৭

সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় ও বহুমুখী প্রতিভার অধিকারী নায়িকা নুসরাত ফারিয়া আবারও নতুন রূপে ধরা দিলেন ভক্তদের সামনে। অভিনয়, উপস্থাপনা কিংবা আইটেম গানে পারফরম্যান্স—সব ক্ষেত্রেই নজর কাড়া এই তারকা সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয়। নিজের নতুন লুক বা মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া যেন তার নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছে।

‎বুধবার (২২ অক্টোবর) দুপুরে ফেসবুকে নিজের নতুন একটি ফটোশুটের ছবি শেয়ার করেন ফারিয়া। ছবিগুলোতে তাকে দেখা গেছে হালকা পিস্তাচিও সবুজ শাড়িতে, যার সঙ্গে ছিল ম্যাচিং ব্লাউজ। গলায় ভারী রুপালি চোকার, কানে মিলিয়ে দুল, আর নরম ওয়েভি চুলে তিনি হাজির হয়েছেন এক আবেদনময়ী লুকে। ক্যাপশনে লেখেন, ‘এই মৌসুমে আমার প্রিয় রঙ।’

‎ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের মাঝে শুরু হয় আলোড়ন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, ‘অসাধারণ লুক!’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘আপনি প্রতিনিয়তই ঝলমলিয়ে উঠছেন।’ হৃদয় ও আগুনের ইমোজিতে ভরে উঠেছে মন্তব্যের ঘর।

‎বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন নুসরাত ফারিয়া। তবে সময় পেলেই নতুন সাজে, নতুন রূপে সামনে এসে চমকে দিচ্ছেন ভক্তদের। কখনো ওয়েস্টার্ন, কখনো ফিউশন, আবার কখনো একেবারে ক্যাজুয়াল লুকে হাজির হয়ে প্রতিবারই নজর কেড়েছেন এই তারকা। এবারও তার পছন্দের রঙে সাজটা ভক্তদের মনে গেঁথে গেছে ভালোবাসার রঙে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top