বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

'বিদায়' নিয়ে দীঘির সঙ্গে ফিরছেন বাপ্পারাজ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৬:১৫

সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আসন্ন এই সিনেমার নাম ‘বিদায়’, যার পরিচালনায় রয়েছেন ‘বরবাদ’-খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

‎সাম্প্রতিক সময়ে গুঞ্জন ছিল, নির্মাতা হৃদয়ের পরবর্তী ছবিতেও শাকিব খান কিংবা সিয়াম আহমেদ থাকছেন মূল চরিত্রে। তবে এই গুঞ্জনের অবসান ঘটিয়ে ছবির প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, সিয়াম অভিনীত ‘বরবাদ’-এর সিক্যুয়েল আপাতত স্থগিত। এখন সম্পূর্ণ মনোযোগ ‘বিদায়’ সিনেমাতেই।

‎‎‘বিদায়’ সিনেমাটিতে দেখা যাবে বাপ্পারাজ, দীঘি এবং আরও কয়েকজন নতুন ও পরিচিত মুখকে। জানা গেছে, ছবির গল্প আবর্তিত হবে মানুষের অন্তর্দ্বন্দ্ব,আবেগ ও মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। ইতোমধ্যে গত শুক্রবার (১৮ অক্টোবর) থেকে সুনামগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং শুরু হয়েছে। চলবে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। পরে সিনেমার কিছু অংশের শুটিং হবে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে।

‎সোমবার (২১ অক্টোবর) থেকে সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন বাপ্পারাজ। সিনেমায় তিনি অভিনয় করছেন একজন ইউনিয়ন চেয়ারম্যানের চরিত্রে—এমনটাই জানা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে। তবে চরিত্র ও গল্প নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি হননি অভিনেতা। তার ভাষায়,

‎“নির্মাতা সংস্থার অনুরোধে এখনই কিছু বলা যাচ্ছে না। শুটিং শেষ হলে বিস্তারিত জানাবো।”

‎এই সিনেমার মধ্য দিয়ে একদিকে যেমন ফিরে আসছেন বাপ্পারাজ, অন্যদিকে দীঘিও নিজের অভিনয় ক্যারিয়ারে যোগ করছেন নতুন একটি গুরুত্বপূর্ণ কাজ। সিনেমাপ্রেমীদের জন্য এটি হতে পারে একটি ব্যতিক্রমী ও আবেগঘন গল্পের অভিজ্ঞতা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top