বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

পোস্ট দেওয়ার ঘণ্টাখানেক পরই মৃত্যু,নীরবেই হলো শেষকৃত্য

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ১৬:২৭

সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। দীপাবলির দিন, গত সোমবার, ৮৪ বছর বয়সে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক অসুস্থতা নিয়ে জুহুর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি; চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করলেও ফুসফুসে পানি জমে যাওয়ায় শেষরক্ষা হয়নি।

‎চোখের জলে বিদায় জানাল বলিউড, যদিও আসরানির শেষ ইচ্ছা অনুযায়ী তার মৃত্যু সংবাদ প্রথমে প্রকাশ্যে আনা হয়নি। তিনি চেয়েছিলেন, তার শেষযাত্রা হোক নিঃশব্দে, হইচই ও মিডিয়ার কোলাহলমুক্ত। সেই অনুযায়ী পরিবারের সদস্যরা গোপনেই তার শেষকৃত্যের আয়োজন করেন সোমবার সন্ধ্যায়।

‎বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়, মৃত্যুর কিছু ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি দিওয়ালি’ পোস্ট করেছিলেন অভিনেতা। এরপরই নেমে আসে শোকের ছায়া।

‎রাজস্থানের জয়পুরে জন্ম নেওয়া আসরানি অভিনয়ের টানে মুম্বাইয়ে পা রাখেন এবং কয়েক দশকের ক্যারিয়ারে অভিনয় করেন শতাধিক হিন্দি সিনেমায়। ‘শোলে’ সিনেমায় এক জেলারের চরিত্রে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে। কমেডি হোক বা পার্শ্বচরিত্র – প্রতিটি ভূমিকায় তিনি ছিলেন দক্ষ ও জনপ্রিয়।

‎পরিবারের ঘনিষ্ঠদের মতে, আসরানি চেয়েছিলেন, মানুষ তাকে একজন সাধারণ অভিনেতা ও সাধারণ মানুষ হিসেবেই মনে রাখুক।

‎বলিউড হারালো আরও এক উজ্জ্বল নক্ষত্রকে — যার হাসি, সংলাপ আর অভিনয়ের স্মৃতি রয়ে যাবে অনন্তকাল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top