দেবের মন্তব্যে, শুভশ্রী বললেন ‘সে ভুল বলেছে’

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১০:৫৯

সংগৃহীত

‎প্রায় এক দশক পর মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। মুক্তির আগে ছবির প্রচারে এক মঞ্চে দেখা গিয়েছিল টলিউডের একসময়কার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। তাদের একসঙ্গে উপস্থিতি দেখে ভক্তদের মনে আবারও আশার আলো জেগেছিল— হয়তো আবারও জুটি বাঁধবেন তাঁরা পর্দায়।

‎‎কিন্তু সিনেমা মুক্তির পরপরই দেবের একটি মন্তব্যে তৈরি হয় নতুন বিতর্ক। এক সাক্ষাৎকারে দেব বলেন, “দুই সন্তানের মা শুভশ্রীর মুখে আর ওই ইনোসেন্স নেই।” দেবের এই মন্তব্যে মনঃক্ষুণ্ণ হন শুভশ্রী গাঙ্গুলি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

‎সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেবের মন্তব্যের জবাব দেন শুভশ্রী। অভিনেত্রী বলেন,“আমি জীবনে যা করেছি সততার সঙ্গে করেছি। আমি যখন ‘ধূমকেতু’-এর প্রচারের জন্য হ্যাঁ বলেছিলাম, সেটা সৎভাবেই বলেছি। সত্যি বলতে আমাদের জুটিটা বাঁচিয়ে রাখতে আমরা কেউ কোনো এফার্ট দিইনি, ইন্ডাস্ট্রির কেউ দেয়নি। শুধু দর্শকরাই ভালোবাসায় আমাদের জুটিটা বাঁচিয়ে রেখেছে।”

‎দেবের মন্তব্য প্রসঙ্গে শুভশ্রী আরও বলেন,

‎“আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছিলাম। হয়তো ও না বুঝেই বলেছে, কিন্তু তাতে অনেক মানুষ কষ্ট পেয়েছেন। আমি এখনও বলব— সে ভুল বলেছে।”

‎নারী ও পুরুষের অবস্থান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভশ্রী বলেন,

‎“পুরুষ মানেই যে বিশাল জায়গায় থাকবে আর মেয়েরা চুপ করে যাবে, তা হতে পারে না। আমি মনে করি, একজন নারীকে অনেক সময় নিজের কণ্ঠ তুলতেই হয়, কারণ তার পাশে অনেক নিরপেক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে। তাদের বোঝানো দরকার যে, আমি তোমাদের সঙ্গেই আছি।”

‎অভিনেত্রীর মতে, ‘ধূমকেতু’র পর এমন বিতর্ক তৈরি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। তিনি বলেন,‎

“আমি কোনো প্রমোশনাল প্রয়োজন না থাকলে মিডিয়ার সঙ্গে খুব একটা কথা বলি না। কিন্তু এই ঘটনাটা হওয়া দরকার ছিল না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top