অ্যাকশন দৃশ্যে আহত বনি সেনগুপ্ত, তবুও শেষ করলেন ‘বানসারা’র শুটিং

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১১:১০

সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা বনি সেনগুপ্ত নতুন ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। পরিচালক আতিউল ইসলাম পরিচালিত ‘বানসারা’ ছবির শুটিংয়ের শেষ দিনেই ঘটে এই দুর্ঘটনা।

‎ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে কলকাতার একটি গোডাউনে চলছিল ছবির শেষ পর্যায়ের শুটিং। একটি অ্যাকশন দৃশ্যের সময় বনি সেনগুপ্ত হঠাৎ করে পায়ের গোড়ালিতে গভীরভাবে আঘাত পান। সঙ্গে সঙ্গে ইউনিটের সদস্যরা দৌড়ে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অ্যান্টিসেপটিক ওষুধ ব্যবহার করে রক্তপাত বন্ধের ব্যবস্থা করেন।

‎তবে আশ্চর্যের বিষয়, আহত হয়েও শুটিং থামাননি বনি। পায়ের ব্যথা সহ্য করেই তিনি ছবির শেষ দৃশ্যের কাজ সম্পন্ন করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

‎‎‘বানসারা’ ছবিটি পুরুলিয়ার ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এক গ্রাম এবং সেই গ্রামের বনদেবীকে ঘিরে নির্মিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বনদেবী অপরাধীদের শাস্তি দেন, তবে সরাসরি নয়—তার নির্দেশেই সেই শাস্তি কার্যকর করেন গ্রামের জমিদারবাড়ির মেয়ে গৌরীকা দেবী, যিনি সবার কাছে ‘বড় মা’ নামে পরিচিত।

‎ছবিতে বড় মা’র চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য। অন্যদিকে, বনি সেনগুপ্তকে দেখা যাবে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার ‘অজিতেশ’-এর ভূমিকায়, যার মাধ্যমে বড় মা গৌরীকা দেবীর রহস্য উদঘাটিত হবে।

‎ছবিতে আরও আছেন অভিনেত্রী মুন সরকার, যিনি গ্রামের প্রধান শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন। সরফরাজ মল্লিকের প্রযোজনায় পিএম মুভিজ ব্যানারে নির্মিত এই ছবিটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top