শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

যেভাবে উদযাপন করলেন পরীমণির জন্মদিন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:০৩

সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি আবারও শিরোনামে। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন। প্রতি বছরই গ্ল্যামার এবং আডম্বরে নিজের জন্মদিন উদযাপন করেন এই নায়িকা, তবে এবারের উদযাপন ছিল কিছুটা বিশেষ।

‎নিজের জন্মদিন উপলক্ষে সোশ্যাল হ্যান্ডেলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরীমণি। ছবিগুলোতে দেখা যায়, কেক হাতে ধরা দিয়ে মিষ্টি হাসি ছড়িয়ে দিচ্ছেন তিনি।

‎ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা সব কিছু নিয়েই আজকের এই জীবন।” এছাড়া নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসার ইমোজি যোগ করেছেন তিনি।

‎পরীমণির এই পোস্টে ভক্ত ও অনুরাগীরা কমেন্টের মাধ্যমে শুভেচ্ছা জানাতে ছাড়েননি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top