বিতর্কিত ছবি নিয়ে মুখ খুললেন মাহি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৪:৩৫

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। এই বিতর্কিত ছবি ও ঘটনার বিষয়ে মাহি একটি সাক্ষাৎকারে বিস্তারিতভাবে কথা বলেছেন।

‎মাহি জানান, ছবিটি একটি নাটকের শুটিং সেটে তোলা হয়েছিল। তিনি বলেন, “ওহ গড! দ্যাট পিকচার। এটা অনেক বিতর্কিত একটা ছবি, কেন? আমি ব্যাখ্যা দিচ্ছি।” তিনি আরও জানান, ছবিটি ‘ভাত লাভার’ শিরোনামের নাটকের সেটে তোলা হয়েছিল, যা পরিচালনা করেছেন সকাল আহমেদ। এই নাটকে তার সহশিল্পী ছিলেন আরশ খান।

‎মাহি বলেন, “‘ভাত লাভার’ নাটকটি আমি আর আরশ করি। সেটে তখন একটি অফিস সিন চলছিল। আমার কাছে কোনো চশমা ছিল না, তাই আমি ডিরেক্টরকে বলেছিলাম, ‘ভাইয়া, আপনার চশমাটা একটু দেন তো, একটা ছবি তুলবো।’ এরপর আমি সেই চশমা পরে বিভিন্ন পোজে ছবি তুলি।”

‎বিতর্ক প্রসঙ্গে মাহি বলেন, “পরে যা হলো, সেটা তো সবাই জানে, এটি অনেক কন্ট্রোভার্শিয়াল বিষয় হয়ে গেল। তবে আমি বলতে চাই, ইচ্ছাকৃতভাবে এমন কোনো বিষয় তৈরি করার চেষ্টা করিনি।”

‎তিনি আরও যোগ করেন, যে ছবিটি শুধুই একটি শুটিং সেটের মুহূর্ত এবং কোনো ধরনের উদ্দেশ্যপ্রণোদিত বিতর্ক সৃষ্টি করা হয়নি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top