শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

মিলা ইসলাম দক্ষিণ কোরিয়ায় গানের জাদু ছড়াবেন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ১৫:২৩

সংগৃহীত

বাংলাদেশের পপতারকা মিলা ইসলাম এবার দক্ষিণ কোরিয়ার মঞ্চে মাতবেন। ২৬ অক্টোবর চাংওনের ইয়ংজি কালচারাল পার্কে অনুষ্ঠিতব্য ২০তম অভিবাসী আরিরাং বহুসংস্কৃতি উৎসবে তিনি পারফর্ম করবেন। এর আগে তিনি কানাডায় প্রবাসী বাঙালিদের মাঝে সাড়া ফেলে গিয়েছেন।

‎দক্ষিণ কোরিয়া সফরের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন মিলা ইসলাম। তিনি জানান, এই উৎসবে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরা এবং বাংলা সংগীতের প্রচার করা একটি গর্বের মুহূর্ত। অনুষ্ঠানে মিলা ইসলাম সঙ্গে থাকবেন দলের সদস্যরা—এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কীবোর্ড) ও নাঈম (ড্রামস)।

‎মিলা বলেন, “এবারের সফরে গানগুলোতে প্রবাসী বাঙালিদের পাশাপাশি স্থানীয় দর্শকদেরও মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করব।”

‎অনেকদিন আড়ালে থাকার পর আবার গানের ভুবনে ফিরে এসেছেন মিলা ইসলাম। সম্প্রতি তিনি ‘ইনসাফ’ সিনেমায় প্লেব্যাক করেছেন এবং ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। এই সাফল্যের প্রেক্ষিতে নতুন গান প্রকাশ ও দেশের বাইরে মঞ্চে গাওয়ার ডাকও বেড়েছে।

‎তিনি দুই দশক ধরে গানের জগতে পথচলা নিয়ে বলেন, “অনেকে বলে, দীর্ঘ সফর। কিন্তু আমি এটাকে দীর্ঘ ভাবতে চাই না। এখনও অনেক কিছু দিতে চাই। অনেক মঞ্চ, অনেক গান, অনেক শ্রোতা আমার অপেক্ষায়। মাঝে মাঝে চুপ করে বসে থাকলে মনে হয় সত্যিই ২০ বছর পার হয়ে গেছে? অথচ মনে হয়, মাত্র কিছু দিন আগেই শুরু করেছি। শ্রোতাদের হাসিমুখ, উচ্ছ্বাস, মঞ্চে নাম ধরে ডাক—এসবই আমাকে প্রতিনিয়ত নতুন করে বাঁচায় এবং গান গাইতে অনুপ্রাণিত করে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top