ওমরাহ পালনে সৌদি আরবে পপি
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ২৩:৫৫
দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও খবরে এলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। করোনার সময় থেকে মিডিয়া ও প্রেক্ষাগৃহের আলোচনার বাইরে থাকলেও সম্প্রতি ব্যক্তিজীবনে এসেছে নতুন অধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। দাম্পত্য জীবনে তাদের এক পুত্রসন্তান হয়েছে, নাম আয়াত।
বর্তমানে পপি পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন এবং সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছেন। গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আমরা পুরো পরিবার ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”
এদিকে, গত শুক্রবার দেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপির নতুন সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। প্রায় ছয় বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল তার অভিনীত কোনো ছবি। তবে সিনেমার প্রচারণায় কোথাও দেখা যায়নি এই জনপ্রিয় নায়িকাকে।
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভীন পপি ও আমিন খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী, সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
এর আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল পপির অভিনীত শেষ ছবি ‘দ্য ডিরেক্টর’। দীর্ঘ বিরতির পর ‘ডাইরেক্ট অ্যাটাক’ দিয়েই আবারও বড় পর্দায়
ফিরলেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।