প্রথম ছবিকে ‘খারাপ’ বলায় চটেছেন করণ জোহর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৮
বলিউডে সাইফ আলি খানের উত্তরসূরি হিসেবে বেশ আলোচনায় ছিলেন তার ছেলে ইব্রাহিম আলি খান। করণ জোহরের হাত ধরেই বড় পর্দায় অভিষেক হয় তার—ছবির নাম ‘নাদানিয়া’। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে, কিন্তু মুক্তির পরেই সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিনয়, গল্প কিংবা নায়িকার সঙ্গে রসায়ন—সব দিক থেকেই ছবিটি ব্যর্থ বলে মন্তব্য করেন অনেকেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইব্রাহিম নিজেও স্বীকার করে বলেন, “খোলাখুলি বলছি, ওটা সত্যিই খুব খারাপ ছবি ছিল।”
আর এই মন্তব্যেই নড়েচড়ে বসেছেন ছবির সহ-প্রযোজক করণ জোহর। বলিউডের এক সূত্র জানায়, ইব্রাহিমের এমন বক্তব্যে করণ নাকি বেশ ক্ষুব্ধ হয়েছেন। কারণ, করণই ছিলেন ইব্রাহিমের বলিউডে প্রবেশের মূল পথপ্রদর্শক। শুধু তাই নয়, প্রথম ছবি ব্যর্থ হওয়ার পরও করণ তাকে দ্বিতীয় সুযোগ দেন তাঁর নতুন প্রোজেক্ট ‘সরজমিন’-এ।
সূত্রের ভাষায়, “অনেকেই করণকে ইব্রাহিমকে আবার সুযোগ না দিতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু করণ প্রতিশ্রুতি রেখেছিলেন।”
এদিকে, নিজের দ্বিতীয় ছবি ‘দিলের’-এ এখন পুরো মনোযোগ দিয়েছেন ইব্রাহিম। তিনি বলেছেন,
“আমি চাই ভালো কাজের মাধ্যমে করণ স্যারকে গর্বিত করতে পারি।”
বলিউড অন্দরে এখন গুঞ্জন—ইব্রাহিমের মন্তব্যে করণ ও তার সম্পর্কের মধ্যে নাকি তৈরি হয়েছে অপ্রত্যাশিত দূরত্ব। যদিও এ বিষয়ে করণ জোহরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।