হাশমি ও ইয়ামি গৌতমের প্রথম জুটি ‘হক’ সিনেমায়, প্রকাশ হলো রোমান্টিক গান ‘কবুল’
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১২:১৩
বলিউডের জনপ্রিয় তারকা ইমরান হাশমি ও ইয়ামি গৌতম প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় আসছেন। তাদের নতুন সিনেমা ‘হক’–এর প্রথম গান ‘কবুল’ সম্প্রতি প্রকাশ পেয়েছে জঙ্গলি মিউজিক ইউটিউব চ্যানেলে, যা ইতিমধ্যেই দর্শকের মন কেড়েছে।
রোমান্টিক আবহে ভরপুর এই গানটির সুর করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার বিশাল মিশ্রা, কথায় রয়েছেন কৌশল কিশোর। গানটিতে কণ্ঠ দিয়েছেন মধুর কণ্ঠের গায়ক আরমান খান।
গানটি নিয়ে বিশাল মিশ্রা বলেন,
“আমি চেয়েছি গানটি যেন নির্মল, অন্তরঙ্গ ও সিনেমাটিক অনুভূতি দেয়—যা চরিত্রগুলোর আবেগকে অল্প কথায় প্রকাশ করবে।”
অভিনেতা ইমরান হাশমি গানটি সম্পর্কে বলেন,
“যখন কোনো সিনেমার প্রাণ হয়ে ওঠে সংগীত, তখন এক ধরনের জাদু তৈরি হয়। ‘কবুল’ সেই জাদুরই প্রতিফলন।”
নায়িকা ইয়ামি গৌতম বলেন,
‘কবুল’ সেই বিরল গানগুলোর একটি, যা কথা নয়—চাহনি, নীরবতা ও না-বলা আবেগের ভেতর দিয়ে বাঁচে।”
জঙ্গলী পিকচার্স, ইনসমনিয়া ফিল্মস এবং বাওয়েজা স্টুডিওস–এর যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘হক’ পরিচালনা করেছেন সুপর্ণ ভার্মা। রোমান্স ও ড্রামায় ভরপুর এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।