আয় কমেছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা অভিনীত 'ঠাম্মা'র

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৪:০৬

সংগৃহীত

‎দীপাবলির উৎসবে বলিউডে একের পর এক ছবি মুক্তি পেয়েছে। তবে সেই ভিড়ে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মন্দানা অভিনীত ‘ঠাম্মা’ যেন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে বক্স অফিসে। মুক্তির প্রথম দিকে কিছুটা আশার সঞ্চার করলেও এখন সিনেমাটির ব্যবসা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

‎স্যাকনিল্ক-এর তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে ‘ঠাম্মা’ আয় করেছে প্রায় ৯.৫ কোটি রুপি। ফলে ভারতের অভ্যন্তরীণ মোট আয় দাঁড়িয়েছে ৬৫.৫ কোটি রুপিতে। যদিও সংখ্যাটি খুব খারাপ নয়, কিন্তু দীপাবলির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মুক্তির বাজারে তা আশানুরূপও নয়।

‎দীপাবলিতে মুক্তি পাওয়া অন্যান্য সিনেমার তুলনায় ‘ঠাম্মা’ অনেকটাই পিছিয়ে পড়েছে। শুধু আয়েই নয়, দর্শক আগ্রহও দ্রুত কমে যাচ্ছে, যার ফলে ভারতের বিভিন্ন শহরে ছবিটির প্রদর্শনী সংখ্যা হ্রাস পাচ্ছে।

‎অন্যদিকে, তুলনামূলকভাবে ছোট পরিসরে মুক্তি পাওয়া ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ উল্টো চমক দেখিয়েছে। অর্ধেকেরও কম প্রদর্শনী থাকা সত্ত্বেও চার দিনে ছবিটি আয় করেছে ২৮.২৫ কোটি রুপি, এবং এর দর্শক আগ্রহও স্থিতিশীল।

‎আদিত্য সরপটদার পরিচালিত ‘ঠাম্মা’-তে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মন্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকী, পারেশ রাওয়াল, জানার্দন কদম ও গীতা আগরওয়াল শর্মা।

‎সমালোচকদের মতে, ছবিটির গল্পে ঘাটতি থেকে গেছে। দীপাবলির মতো উৎসবের সময়ে যখন দর্শক খুঁজছেন হালকা বিনোদন ও চমক, ‘ঠাম্মা’ সেখানে অনেকের কাছেই কিছুটা ভারী ও একঘেয়ে মনে হয়েছে।

ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top