জয়া আহসান নাম নয়, একটি ব্রান্ড
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৬:১০
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান—নামটির সাথেই মিশে আছে আবেগ, অনুপ্রেরণা ও সাফল্যের গল্প। ছোট পর্দায় অভিনয় দিয়ে যাত্রা শুরু করলেও কঠোর পরিশ্রম ও মেধার জোরে তিনি পৌঁছেছেন অভিনয় জগতের শীর্ষে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী বর্তমানে দুই বাংলারই প্রশংসিত শিল্পী।
সম্প্রতি এক বেসরকারি পডকাস্টে অংশ নেন জয়া আহসান। সেখানে অভিনয়ের বাইরের ব্যক্তি জয়া আহসান—তার জীবনদর্শন, চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
আলোচনার এক পর্যায়ে উপস্থাপক প্রশ্ন করেন—তার সাবেক স্বামী ফয়সাল আহসানকে নিয়ে। জয়া অত্যন্ত সংযত ভঙ্গিতে বলেন,
“আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ছোট পর্দায় যখন আমার ক্যারিয়ার শুরু হয়, তখন সে আমার পাশে থেকেছে। সে আমাকে শিখিয়েছে, গুরুজনসহ জীবনের প্রতিটি মানুষকে কীভাবে শ্রদ্ধা করতে হয়। বিচ্ছেদ হয়ে গেলেও আমরা দুজনই পরিণত মানুষ হিসেবে একে অপরকে শ্রদ্ধা করি।”
এছাড়া কেন নিজের নামের সঙ্গে এখনো ‘আহসান’ উপাধি ব্যবহার করছেন—এ প্রশ্নে জয়া দৃঢ়ভাবে বলেন,
“জয়া আহসান এখন শুধু একটি নাম নয়, এটি একটি ব্র্যান্ড। আমি লোক দেখানোর জন্য কোনো ড্রামা করতে পছন্দ করি না। কারো সঙ্গে বিচ্ছেদ মানেই জীবনের রুট পরিবর্তন নয়। আমি উন্মাদ নই।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।