শাহরুখ–প্রিয়াঙ্কার পুরনো রসায়ন ফের আলোচনায়
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:১৬
২০০৬ সালে ফারহান আখতার পরিচালিত ‘ডন’ ছবিতে প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধেন বলিউডের বাদশা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমার পর্দায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করে নেয়, আর সেই সময় থেকেই শুরু হয় নানান গুঞ্জন।
প্রিয়াঙ্কা চোপড়া এর আগেই, ২০০৩ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে স্বীকার করেছিলেন শাহরুখ খানের প্রতি তার গভীর মুগ্ধতার কথা। তিন বছর পর ‘ডন’-এর প্রচারের সময় যখন শাহরুখকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়, তিনি মজার ছলে বলেন, “প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর।” সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা প্রতিবাদ করে বলেন, “আমি ইঁদুরও নই, কারও পোষাও নই।” হাস্যরসের ছলে শাহরুখ আবার যোগ করেন, “আচ্ছা, তবে প্রিয়াঙ্কা আমার পোষা খরগোশ। আমি ওকে খুব ভালোবাসি। তার ট্যালেন্টকে আমি সম্মান করি এবং কাজের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে।”
তাদের এই খুনসুটি সেই সময় থেকেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। গুঞ্জন রটেছিল, শাহরুখ ও প্রিয়াঙ্কার মধ্যে নাকি বন্ধুত্বের চেয়েও বেশি কিছু চলছে। এমনকি রাতের বেলায় শাহরুখের গাড়ি প্রিয়াঙ্কার বাড়ির সামনে দেখা যাওয়া বা একই রকম ডেনিম জ্যাকেটে দুজনকে দেখা যাওয়ার ঘটনাও গসিপ দুনিয়ায় আগুন লাগায়।
তবে মাসখানেক ধরে চলা সেই গুঞ্জনের পর বিষয়টি আর কখনও প্রকাশ্যে আসেনি। শাহরুখ কিংবা প্রিয়াঙ্কা—দুজনের কেউই এ নিয়ে কখনও সরাসরি মুখ খোলেননি।
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের কাজ কমিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং হলিউডে নিয়মিত কাজ করছেন। অন্যদিকে শাহরুখ খান বলিউডে নতুন উদ্যমে ফিরেছেন এবং একের পর এক সফল সিনেমা উপহার দিচ্ছেন।
তবুও, প্রায় দুই দশক পরেও শাহরুখ–প্রিয়াঙ্কার সেই পুরনো রসায়ন ও গুঞ্জন আজও ভক্তদের আলোচনায় জীবন্ত হয়ে ওঠে।
ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।