জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ০০:৩৮
বলিউড ও ভারতীয় টেলিভিশনের প্রিয় মুখ সতীশ শাহ আর নেই। শনিবার দুপুরে মুম্বাইয়ের পি. ডি. হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন সতীশ শাহ। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তবে শনিবার দুপুরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে কিডনি বিকল হয়ে যাওয়া নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।
অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহ-অভিনেতা জনি লিভার। তিনি বলেন,“চল্লিশ বছরের বন্ধুত্ব হারিয়ে ফেললাম আজ। সতীশ শুধু একজন দুর্দান্ত অভিনেতাই নন, একজন অসাধারণ মানুষ ছিলেন।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।