রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

এবার বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১১:৪২

সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও তাঁর স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে যে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল, অবশেষে সে বিষয়ে মুখ খুললেন তিনি।

দিন কয়েক আগে পূর্ণিমার একটি ফেসবুক স্ট্যাটাস থেকেই এই গুঞ্জনের সূত্রপাত। বিষয়টি নিয়ে জল ঘোলা হতে শুরু করলে শনিবার বিকেলে পূর্ণিমা নিজেই একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে এর ব্যাখ্যা দেন। সেখানে তিনি স্বামীকে ট্যাগও করেন।

পূর্ণিমা লেখেন, আগের স্ট্যাটাসটি আসলে সুযোগসন্ধানী ও স্বার্থপর বন্ধুদের নিয়ে লেখা। তিনি বলেন, 'আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে, এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাসটা লেখা হয়েছিল।'

তিনি আরও জানান, লেখাটির কিছু অংশ না বুঝে অনেকে তাঁর পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। কিছু সংবাদমাধ্যমও সত্যতা নিশ্চিত না করে চটকদার শিরোনামে সংবাদ প্রকাশ করেছে, যা তাঁর পরিবারকে মর্মাহত করেছে।

শেষে পূর্ণিমা স্পষ্ট করে দেন, তাঁর স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, 'আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।'



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top