রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

সালমান শাহ মেন্টালি আপসেট ছিলেন,সামিরার কোনো দোষ নেই :ডন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:২২

সংগৃহীত

বাংলা সিনেমার চিরচেনা মুখ, নব্বই দশকের সুপারস্টার সালমান শাহ-এর মৃত্যুর প্রায় তিন দশক পরও শেষ হয়নি বিতর্ক। আত্মহত্যা না হত্যা—এই প্রশ্নে আবারও সরগরম দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়ক সালমান শাহ। সম্প্রতি তার অপমৃত্যু মামলা হত্যা মামলায় রূপ নেওয়ায় নতুন করে সামনে এসেছে নায়কের মৃত্যুর রহস্যঘেরা ঘটনাগুলো।

মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, আর চতুর্থ আসামি জনপ্রিয় খল অভিনেতা আশরাফুল হক ডন। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ।

প্রসঙ্গত, প্রায় পাঁচ বছর আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে জানায়— সালমান শাহ আত্মহত্যা করেছিলেন, এটি কোনো হত্যা নয়। সেই সময় স্বস্তি প্রকাশ করে ডন বলেছিলেন, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’

তবে নতুন করে মামলা হত্যায় রূপ নেওয়ার পর, ডনের পুরনো সাক্ষাৎকার আবারও ভাইরাল হয়েছে। প্রায় চার বছর আগে শাহরিয়ার নাজিম জয়–এর শো তে অতিথি হিসেবে আসেন ডন। সালমান শাহের মৃত্যু প্রসঙ্গে জয়ের সরাসরি প্রশ্ন ছিল—

‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারে? উনার মা না উনার স্ত্রী?’

প্রথমে প্রশ্নটি এড়িয়ে গিয়ে ডন বলেন, এটি “একটি পারিবারিক বিষয়।” তিনি উল্লেখ করেন, সালমান তখন ‘মেন্টালি আপসেট’ ছিলেন। পরে জয়ের জোরাজুরিতে ডন স্পষ্ট করে বলেন,

‘সামিরা হকের কোনো দোষ আমি দেখিনি। সালমানের সঙ্গে তার স্ত্রীর যেমন প্রেম ছিল, তেমন প্রেম আমি জীবনে দেখিনি।’

ডন আরও বলেন, ‘সালমান শাহ তার শেষ দিনগুলোতে খুবই আপসেট ও ফ্রাস্ট্রেটেড ছিলেন। এত সাফল্য, এত জনপ্রিয়তা, গাড়ি-বাড়ি, টাকা থাকা সত্ত্বেও ওর মনে শান্তি ছিল না। ছয়-সাত মাস ধরে ওকে কখনো স্থির দেখিনি।’

এই সাক্ষাৎকারের অংশবিশেষ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা নতুন করে বিতর্ক উসকে দিয়েছে সালমান শাহের মৃত্যুকে ঘিরে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top